বরগুনা সদর উপজেলার ফুলঢলুয়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রবাসীর পরিবারের ওপর হামলা, হুমকি ও ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। ক্ষতিগ্রস্ত পরিবারটি দাবি করেছে, বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান থাকলেও প্রতিপক্ষরা রাতে সন্ত্রাসী কায়দায় জমি দখলের চেষ্টা চালিয়েছে। অভিযোগ করেছেন জর্ডানপ্রবাসী মনিরুল ইসলাম, যিনি তার পরিবারের নিরাপত্তাহীনতা ও বিচার না পাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।
স্থানীয়রা জানান, বহু বছর ধরে মনিরুল ইসলামের পরিবার ওই জমি ভোগদখল করে আসছে। তবে সম্প্রতি পরিবারে কর্মক্ষম কেউ না থাকায় রাস্তার পাশে অবস্থিত জমিটি নিয়ে কিছু লোক দখলের চেষ্টা করছে। এমন আচরণ আইনের চোখে অপরাধ বলে মনে করেন তারা।
আরও পড়ুন
প্রবাসীর পরিবার জানায়, গত ১৩ জুন গভীর রাতে স্থানীয় প্রতিবেশী আলমগীর ও তার স্ত্রী খাদিজা ভাড়াটে লোকজন নিয়ে এসে তাদের বসতঘরের বাউন্ডারি ভেঙে গাছপালা কেটে ফেলে এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়। পুলিশ ৯৯৯ নম্বরে ফোন পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে দেশীয় অস্ত্রসহ হামলাকারীদের ধরে ফেললেও পরবর্তীতে তারা পালিয়ে যায়।
মনিরুল ইসলামের মা মোসা. লাইলী বেগম জানান, জমি নিয়ে বর্তমানে বরগুনা সিনিয়র সহকারী জজ আদালতে একটি দেওয়ানি মামলা চলমান রয়েছে, যার বিপরীতে আদালত নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু সেই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে প্রতিপক্ষরা সশস্ত্র অবস্থায় জমি দখলের চেষ্টা চালায়। তিনি বরগুনা দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা করেছেন এবং সঠিক তদন্ত ও বিচার দাবি করেন।
অন্যদিকে অভিযুক্ত খাদিজা বেগম জমির মালিকানা দাবি করে বলেন, তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে এবং তারা আইনি অধিকার অনুযায়ী ঘর নির্মাণ করতে গিয়েছিলেন। তবে প্রতিপক্ষ তাদের নির্মিত ঘর ভেঙে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
বরগুনা সদর থানার ওসি (তদন্ত) ইনুস আলী ফরাজী জানান, বিষয়টি আদালতের এখতিয়ারাধীন। পুলিশ তাদের দায়িত্ব অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। মামলা থানায় তদন্তে এলে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি।