প্রবাসীর বাড়িতে ডাকাতি, সোনা না পেয়ে কেটে নিলো আঙুল

Expatriate's house robbed, finger cut off after not getting gold

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার জঙ্গল পোমরা এলাকায় প্রবাসীর বাড়িতে ডাকাতির সময় স্বামী-স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করেছে একদল ডাকাত। সোমবার (২৩ জুন) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ভূমিহীন সবুজ গ্রাম এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, ওমানফেরত প্রবাসী মো. জসিম (৪৫) এবং তার স্ত্রী শাহানুর আকতার (৩৫)। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি জরুরি প্রয়োজনে দেশে ফিরেছেন জসিম। ধারণা করা হচ্ছে, ডাকাতদের সন্দেহ ছিল তিনি বিদেশ থেকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে এসেছেন।

ওই রাতে ৮–১০ জনের সংঘবদ্ধ ডাকাত দল তাদের বাড়িতে হামলা চালায়। ঘরের প্রতিটি কক্ষে তল্লাশি চালিয়েও মূল্যবান কিছু না পেয়ে ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে দম্পতির ওপর হামলা চালায় ডাকাতরা। হামলায় জসিমের একটি আঙুল কেটে  হয়ে যায় এবং দুজনই রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়। হামলার বিষয়টি এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। ভুক্তভোগীদের চিকিৎসার জন্য আশেপাশের লোকজন সহযোগিতা করেন।

রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize