ব্যবসায়ীর দাড়ি ধরে মারধর, দোকান ভাঙচুর

Businessman beaten by beard, shop vandalized

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এক কম্পিউটার ব্যবসায়ী আলী আজম মানিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। অভিযুক্ত নাসিম ভুঁইয়া নামের এক ব্যক্তি দোকানে এসে তাকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগী মানিক ‘মানিক কম্পিউটার’ নামের একটি দোকান পরিচালনা করেন। তিনি জানান, অভিযুক্ত নাসিম নিয়মিত তার দোকানে এসে বিভিন্ন কাজ করিয়ে বিল না দিয়ে চলে যেতেন। বিল চাইলে নাসিম হুমকি দিতেন ব্যবসা বন্ধ করে দেওয়ার।

গত সোমবার রাত ৯টার দিকে ফের দোকানে এসে নাসিম জরুরি কাজের অনুরোধ করেন। দোকানি ব্যস্ত থাকায় অপেক্ষা করতে বললে নাসিম ক্ষিপ্ত হয়ে উঠেন। তিনি মানিকের দাড়ি ধরে টানেন, গালিগালাজ করেন এবং তাকে কিল-ঘুষি ও থাপ্পড় মারেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

চিৎকার শুনে আশপাশের লোকজন ও দোকানে থাকা কাস্টমাররা এগিয়ে এসে মানিককে উদ্ধার করেন। পরে তাকে আহত অবস্থায় ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় হামলাকারী দোকানের একটি মনিটর ভেঙে ফেলেন, যার মূল্য আনুমানিক ১৫ হাজার টাকা।

অভিযুক্ত নাসিম ভুঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ‘মানিক অতিরিক্ত টাকা দাবি করায় আমি প্রতিবাদ করি। এক পর্যায়ে উত্তেজনার বশে তাকে মারধর করি।’

ঘিওর থানার পরিদর্শক (তদন্ত) কোহিনুর মিয়া জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize