সীমান্তে মাইন বিস্ফোরণে পা উড়ে গেল কিশোরের

A teenager's leg was blown off by a landmine explosion on the border.

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জামছড়ি সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে এক কিশোর গুরুতর আহত হয়েছে। রোববার (২২ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। আহত কিশোরের নাম আরাফাতুল ইসলাম (১৭)। সে সদর ইউনিয়নের জামছড়ি গ্রামের বাসিন্দা খুইল্লা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামছড়ি সাপমারা ঝিরি সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে চোরাইপণ্য আনতে যায় একটি চোরাকারবারি দল। এ সময় সীমান্তের শূন্যরেখায় মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরিত হলে আরাফাতুল ইসলাম গুরুতর আহত হয়। বিস্ফোরণে তার বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।

বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

Untitled 79 4

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক জানান, সীমান্তে চোরাইপণ্য আনতে গিয়ে স্থলমাইন বিস্ফোরণে এক কিশোরের পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর আহতকে দ্রুত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এর আগেও সীমান্তবর্তী এলাকায় মিয়ানমার থেকে চোরাইপণ্য আনার সময় স্থলমাইন বিস্ফোরণের ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। চোরাকারবারিদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন উদ্বেগ প্রকাশ করেছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize