বিদেশি ভিসা বন্ধের জন্য আমরাই দায়ী : পররাষ্ট্র উপদেষ্টা

We are responsible for the suspension of foreign visas foreign affairs advisor

বিভিন্ন দেশে বাংলাদেশের নাগরিকদের ভিসা পেতে সমস্যার পেছনে অনেকাংশে নিজেদেরই দায় রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, “ভিসা ইস্যুতে যে সিদ্ধান্তগুলো আমাদের বিপক্ষে যাচ্ছে, সেগুলোর জন্য অনেক সময় আমরাই দায়ী থাকি।”

মঙ্গলবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এক সাংবাদিক জানতে চান, বিদেশে বাংলাদেশের ভিসা প্রাপ্তি নিয়ে যেসব সীমাবদ্ধতা দেখা যাচ্ছে, তা নিরসনে সরকারের কোনো উদ্যোগ রয়েছে কি না। এর জবাবে উপদেষ্টা জানান, বিষয়টি নিয়ে ইতোমধ্যে পর্যাপ্ত হোমওয়ার্ক করা হয়েছে।

তৌহিদ হোসেন বলেন, “আমাদের দেশের মানুষ, বিশেষ করে ব্যবসায়ী এবং যারা লোক পাঠান, তারা অনেক সময় নিয়ম না মেনে কাজ করেন। ফলে বিদেশে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এবং সংশ্লিষ্ট দেশগুলো আমাদের বিষয়ে সতর্কতা অবলম্বন করে।”

বিশেষভাবে মালয়েশিয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “মালয়েশিয়ায় আমাদের প্রতি কোনো নেতিবাচক মনোভাব নেই। কিন্তু সেখানে বৈধভাবে যাওয়া নেপালি শ্রমিকের সংখ্যা আমাদের তুলনায় বেশি, কারণ আমাদের অবৈধ শ্রমিক বেশি। এটি মালয়েশিয়ার দোষ নয়, আমাদেরই সমস্যা।”

উপদেষ্টা আরও বলেন, “আমি জানি, আমার কথাগুলো অনেকের কাছে অপছন্দনীয় হতে পারে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি, এই বিষয়ে আমাদের নিজেদের ঘর সামলানো জরুরি। ভিসা সংকটের সমাধানে প্রথমে আমাদের আচরণ ও অভ্যাসে পরিবর্তন আনতে হবে।”

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize