বন্ধ থাকবে অভ্যন্তরীণ ফ্লাইট

Domestic flights will remain closed

কক্সবাজার বিমানবন্দর থেকে আগামী জুলাই মাস থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে সরকার। তবে এখনো নতুন আন্তর্জাতিক টার্মিনালের নির্মাণকাজ শেষ না হওয়ায় আপাতত বিদ্যমান টার্মিনাল ব্যবহার করে সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রয়োজনে কিছু সময়ের জন্য অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ রাখা হতে পারে বলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে।

প্রায় এক দশক আগে শুরু হওয়া বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের আওতায় কক্সবাজারকে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়। এর লক্ষ্য কক্সবাজারকে একটি আঞ্চলিক হাবে রূপান্তর করা এবং দুর্যোগকালীন সময়েও বিমান চলাচলের সুবিধা নিশ্চিত করা। যদিও প্রকল্পের অনেক অংশ এখনো অসম্পূর্ণ, তবুও সরকার ঘোষিত সময় অনুযায়ী আগামী জুলাই থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বেবিচক জানিয়েছে, আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য কাস্টমস ও ইমিগ্রেশনসহ প্রয়োজনীয় আনুষঙ্গিক ব্যবস্থাগুলো ইতোমধ্যে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে স্বল্প পাল্লার উড়োজাহাজ ব্যবহার করে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসকেও এই লক্ষ্যে প্রস্তুতি নিতে বলা হয়েছে।

তবে প্রকল্প বাস্তবায়নে বেশ কিছু বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। নতুন টার্মিনালের নির্মাণ শেষ হতে কমপক্ষে আরও নয় মাস সময় লাগবে বলে জানা গেছে। আন্তর্জাতিক ফ্লাইট চালুর জন্য এখন পর্যন্ত আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) অনুমোদনও নেওয়া হয়নি। এছাড়া জমি অধিগ্রহণ ও স্থানীয়দের উচ্ছেদসংক্রান্ত জটিলতার কারণে প্রকল্পের প্রায় ৪০ শতাংশ কাজ এখনো অসম্পূর্ণ।

বিশেষ করে রানওয়ে সম্প্রসারণের জন্য নির্ধারিত জমিতে সরকারি বিভিন্ন সংস্থার স্থাপনা এবং ঝিনুক মার্কেট এলাকার দোকান ও বসতি এখনো সরানো যায়নি। প্রায় ৩ হাজার ৩০০ পরিবার ৯৭ একর জমিতে বসবাস করছে, যা উচ্ছেদ না হওয়ায় নিরাপত্তা প্রাচীর, ফায়ার স্টেশন এবং অন্যান্য অবকাঠামো নির্মাণ আটকে আছে। এসব সমস্যা দূরীকরণে সরকারের উচ্চপর্যায়ে একটি বিশদ প্রতিবেদন পাঠানো হয়েছে।

তবে ইতিমধ্যে কিছু উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সমুদ্রের ভেতরে রানওয়ে নির্মাণের কাজ ৯৬ শতাংশ সম্পন্ন হয়েছে, বাঁধ নির্মাণের অগ্রগতি ৯৪ শতাংশ, এবং স্টিল ব্রিজসহ আলোকসজ্জা ও রক্ষণাবেক্ষণের কাজও এগিয়ে চলেছে। বেবিচকের চেয়ারম্যান জানিয়েছেন, কক্সবাজার বিমানবন্দরের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করতে প্রতিনিয়ত পরিদর্শন ও সমন্বয়ের কাজ চলছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize