জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী, এ আর ধ্রুব, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ধর্মান্তরিত হওয়ার পর তিনি নিজের নাম পরিবর্তন করে রাখেন আব্দুর রহমান ধ্রুব।
শুক্রবার (২৩ মে) রাতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে নিজের ধর্মান্তরের খবর প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, “আজ আমি সবার কাছে প্রকাশ করতে চাই যে আমি ইসলামকে আমার ধর্ম হিসেবে বেছে নিয়েছি, স্বেচ্ছায় এবং সম্পূর্ণ সচেতনভাবে। আলহামদুলিল্লাহ।”
সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আব্দুর রহমান ধ্রুব বলেন, তিনি একজন প্রাপ্তবয়স্ক নাগরিক এবং তার জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি সম্পূর্ণ স্বাধীন। তিনি জানান, হিন্দু পরিবারে জন্মগ্রহণ করলেও ছাত্রজীবন থেকেই তার মধ্যে ইসলাম ধর্মের প্রতি আগ্রহ তৈরি হয় এবং হিন্দু ধর্মের প্রতি একধরনের অনীহা গড়ে ওঠে। মুসলিম বন্ধুদের সঙ্গে মেলামেশা, ইসলামিক অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ এবং ধর্মীয় বই পড়ার মাধ্যমেই তিনি ধীরে ধীরে ইসলাম ধর্মে আকৃষ্ট হন।
আরও পড়ুন
ধ্রুব বলেন, ইসলাম ধর্মে তিনি এমন এক পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা পেয়েছেন, যেখানে ইহকাল ও পরকালের কল্যাণ নিহিত রয়েছে। ধর্মান্তরের সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি ইসলামী ও হিন্দু ধর্মগ্রন্থ পড়েন এবং আত্মবিশ্লেষণের মধ্য দিয়ে দীর্ঘ সময় পার করেন। এই প্রক্রিয়ায় তিনি নিশ্চিত হন, যে ইসলামই তার হৃদয়ের কাছে সত্য ও শান্তির পথ।
তিনি জানান, চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি তিনি ঢাকার দায়রা জজ আদালতের মাধ্যমে ধর্মান্তরের আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন। এটি তার সাংবিধানিক অধিকার বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি সত্য অনুসন্ধানকারীদের উদ্দেশে বলেন, “আমি শুধু বলব—একবার খোলা মন নিয়ে কোরআন পড়ুন। যারা সত্য খোঁজেন, আল্লাহ তাদের পথ দেখাবেন।”
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বাসিন্দা আব্দুর রহমান ধ্রুব আরও জানান, জীবনের নানা সংকট ও মানসিক হতাশার সময় তিনি একাধিকবার দিশেহারা হলেও বারবার এক অদৃশ্য শক্তির সহায়তা পেয়েছেন। সেই অভিজ্ঞতা থেকেই তিনি সৃষ্টি ও স্রষ্টা সম্পর্কে চিন্তা করতে শুরু করেন, যার উত্তর তিনি ইসলাম ধর্মে খুঁজে পান।