সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ঈদ উদযাপনের জন্য ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিজ বাড়িতে ফেরা প্রবাসী মুজিবুর রহমান (৪৫) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। শুক্রবার (২৩ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, নিহত মুজিবুর রহমান উপজেলার আজমপুর গ্রামের বাসিন্দা। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সম্প্রতি দেশে ফিরেছিলেন তিনি। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়ির উঠোনে থাকা একটি কাঁঠাল গাছে ফল পাড়তে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি।
স্থানীয় বাসিন্দা কেন্টন হোসেন জানান, গাছে ওঠার সময় মুজিবুর অসাবধানতাবশত সন্নিকটের সঞ্চালন লাইনের সংস্পর্শে এসে বিদ্যুতায়িত হন এবং গাছ থেকে নিচে পড়ে যান। তখন তার স্ত্রী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে জেলা সদর হাসপাতালে নিয়ে যান।
আরও পড়ুন
তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন জানান, বিকেলে মুজিবুরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে। প্রবাস জীবনের কষ্ট শেষে দেশে ফিরে এমন মর্মান্তিক পরিণতি কেউ মেনে নিতে পারছেন না।