মান্দায় এক প্রবাসীর জমি জবরদখলের অভিযোগ

Allegation of land grabbing by an expatriate in manda

নওগাঁর মান্দা উপজেলায় এক প্রবাসীর জমি জবরদখলের অভিযোগ উঠেছে। উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পশ্চিম দূর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ইংল্যান্ড প্রবাসী জুলফিকার আলী ভুট্টুর পক্ষে তার কেয়ারটেকার পিন্টু রহমান স্থানীয় বাসিন্দা আজিবর মন্ডল ও তার স্ত্রী জরিনা খাতুনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কেয়ারটেকার পিন্টু রহমান জানান, প্রবাসে অবস্থানরত জুলফিকার আলী তার সম্পত্তি ও বাড়িঘরের দেখভালের দায়িত্ব তার ওপর দিয়েছেন। ২০১৮ সালে জুলফিকার আলী স্থানীয় জালাল মোহরীর কাছ থেকে একটি পুকুর ও তার পাড়ের জমি ক্রয় করেন। এরপর থেকে সেই সম্পত্তি ভোগদখল করছেন তিনি। কিন্তু সম্প্রতি প্রতিপক্ষ আজিবর মন্ডল ও তার লোকজন জোরপূর্বক পুকুরপাড়ে থাকা চারটি আমগাছ দখলের চেষ্টা করছেন।

পিন্টু রহমান অভিযোগ করেন, জমি দখলের পাঁয়তারা রুখে দিতে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে গালিগালাজ ও ভয়ভীতি দেখায়। গত শনিবার তারা পুকুরপাড়ে গিয়ে আমগাছ দখল ও আম পাড়ার চেষ্টা করে। পিন্টু প্রতিবাদ জানালে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার হুমকি দেওয়া হয়। পরে প্রবাসী মালিকের পরামর্শে থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

অন্যদিকে, অভিযুক্ত আজিবর মন্ডল তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, বিবাদমান জমির ৭০ শতক তিনি লিজ নিয়েছেন এবং স্থানীয় সার্ভেয়ারের মাধ্যমে জরিপ করে সীমানা নির্ধারণ করেছেন। তিনি কারো সম্পত্তি জবরদখল করেননি বলেও দাবি করেন।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post