চাঁদা না পেয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের হুমকি যুবদল নেতার

Youth league leader threatens to rape expatriate's wife if he doesn't get money

নোয়াখালীর কবিরহাট উপজেলার এক যুবদল নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে চাঁদা দাবির পর ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত আনোয়ার হোসেন নয়ন স্থানীয়ভাবে যুবদলের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক। ভুক্তভোগী নারী অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে নয়ন তাকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করছেন, এবং তার দাবি না মানায় তাকে এবং তার পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছেন।

প্রবাসীর স্ত্রী জানান, তিনি ওমরাহ পালন শেষে দেশে ফিরলে নয়ন বারবার হোয়াটসঅ্যাপে যোগাযোগ শুরু করেন। এরপর তার ছয়তলা বাড়ির নির্মাণকাজে বাধা সৃষ্টি করে এবং সাড়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে বারবার তার বাড়িতে এসে হামলা চালান এবং আত্মীয়স্বজন ও শ্রমিকদের মারধর করেন। ওই নারী আরও জানান, তিনি তিন সন্তান নিয়ে বাড়িতে একা থাকেন এবং নয়নের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

1 20250522095229

জাগো নিউজের হাতে আসা ভিডিও ফুটেজে দেখা যায়, নয়ন দেশীয় অস্ত্র হাতে ওই নারীর বাড়ির সামনে অবস্থান করছেন এবং চাঁদা না দিলে ধর্ষণের হুমকি দিচ্ছেন। আরও একটি ভিডিওতে নয়নের অশ্লীল ভাষায় হুমকি দেওয়ার দৃশ্য ধরা পড়ে। ভুক্তভোগী এসব ভিডিও প্রমাণ হিসেবে সংরক্ষণ করেছেন এবং প্রশাসনের কাছে সহায়তার আবেদন করেছেন।

এর আগে নয়নের বিরুদ্ধে আইন মন্ত্রণালয়ের এক কর্মচারীর কাছ থেকেও চাঁদা দাবির অভিযোগ ওঠে। সে সময় এক ফোনালাপে নয়ন তাকে এক লাখ টাকা দিতে বলেন এবং হুমকি দেন, অন্য কেউ এ কথা জানলে ‘ঘাড় বাঁকা করে’ দেবেন। বিষয়টি প্রকাশ হওয়ার পর যুবদল তাকে সতর্ক করে এবং নয়ন পরে পদত্যাগের ঘোষণা দেন।

কবিরহাট থানার ওসি শাহীন মিয়া জানান, ভুক্তভোগী নারী বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে থানায় অভিযোগ করেছেন। পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। জেলা যুবদলের সভাপতি জানিয়েছেন, পুনরায় তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post