“বাংলাদেশে মার্কিন সামরিক বাহিনীর উদ্যোগে ফায়ার সার্ভিস প্রশিক্ষণ”

“fire service training initiated by the us military in bangladesh”

কক্সবাজার সমুদ্র সৈকতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের জন্য চারদিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেছে যুক্তরাষ্ট্রের সেনা ও বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল। রোববার শুরু হওয়া এ প্রশিক্ষণ শেষ হয় বুধবার, সনদ বিতরণের মাধ্যমে।

এই প্রশিক্ষণ আয়োজনের বিষয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম জানান, সৈকতের প্যারাসেলিং পয়েন্টে অনুষ্ঠিত এ কার্যক্রমে মার্কিন দূতাবাসের সহযোগিতায় প্রশিক্ষণ পরিচালনা করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন মার্কিন প্রশিক্ষকেরা।

Coxsbazer fair service 210525 02 1747826051

তিনি আরও বলেন, প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল প্রাকৃতিক দুর্যোগ—বিশেষ করে বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের সময় উদ্ধার কার্যক্রমে ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধি। আটকে পড়া ও পানিতে ভেসে যাওয়া মানুষদের উদ্ধার কৌশলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক এই প্রশিক্ষণে অন্তর্ভুক্ত ছিল।

এই কর্মশালায় কক্সবাজার ফায়ার সার্ভিসের ১৫ জন কর্মকর্তা ও কর্মী অংশগ্রহণ করেন। উপ-সহকারী পরিচালক জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে, যা তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।

Coxsbazer fair service 210525 03 1747826065

এদিকে প্রশিক্ষণের কিছু স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন জনের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়, কিছু নেতিবাচক মন্তব্যও উঠে আসে।

এ বিষয়ে জানতে চাইলে তানহারুল ইসলাম বলেন, “এটা শুধুই একটি প্রশিক্ষণ কর্মসূচি ছিল। প্রশিক্ষণ শেষে তারা আজই ফিরে যাচ্ছেন। এর বাইরে বিশেষ কিছু নয়।”

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post