বাসে প্রতারকের পানি খেয়ে সাবেক বিমান কর্মকর্তার মৃত্যু

Former airline official dies after drinking water from a fraudster on a bus

বাসে প্রতারকের দেওয়া পানি পান করে কুষ্টিয়ায় আবুল কালাম (৬০) নামে এক সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) বিকেল ৩টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামের বাসিন্দা এবং বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার ছিলেন। পরিবার নিয়ে যশোরে বসবাস করতেন।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে ‘রূপসা গড়াই’ বাসে করে যশোর থেকে কুষ্টিয়া যাচ্ছিলেন আবুল কালাম। পথে বাসে যাত্রীবেশে এক প্রতারক তার পাশে বসে এবং কথাবার্তার একপর্যায়ে পানি খাওয়ার প্রস্তাব দেয়। ওই পানি পান করার পরপরই আবুল কালাম অসুস্থ হয়ে পড়েন। প্রতারক তখনই বাস থেকে পালিয়ে যায়।

অসুস্থ অবস্থায় আবুল কালাম বাসের স্টাফ ও যাত্রীদের সহায়তায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরে মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরিবারের সদস্যদের অভিযোগ, প্রতারক চক্রের সদস্য চেতনানাশক মিশ্রিত পানি পান করিয়ে আবুল কালামকে অজ্ঞান করে পালিয়ে গেছে। তারা এ ঘটনার কঠোর বিচার দাবি করেছেন।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. নাসির উদ্দিন বলেন, চেতনানাশকযুক্ত কিছু পান করায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। সোমবার থেকেই তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। অবশেষে মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রতারক যাত্রী সেজে ঝিনাইদহ বাসস্ট্যান্ড থেকে বাসে উঠে এবং শৈলকূপা বাসস্ট্যান্ডে নেমে যায়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রতারককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post