মালয়েশিয়ায় অভিবাসনের সুযোগ থেকে বঞ্চিত হওয়া বাংলাদেশি কর্মীদের আবারও সে দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কর্মীকে সরকার পরিচালিত সংস্থা বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়ায় পাঠানো হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।
বুধবার (২১ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে মালয়েশিয়া-বাংলাদেশ যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। প্রাথমিকভাবে প্রায় আট হাজার কর্মীকে বোয়েসেলের মাধ্যমে পাঠানোর প্রক্রিয়া চলছে, যা দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করা হবে বলেও তিনি জানান।
লুৎফে সিদ্দিকী আরও বলেন, মালয়েশিয়া সরকার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও কার্যকারিতা বজায় রাখতে চায়। বাংলাদেশে বিপুল সংখ্যক রিক্রুটিং এজেন্সি থাকায় মালয়েশিয়া তাদের সংখ্যা সীমিত রাখতে আগ্রহী। এ বিষয়টি নিয়ে যৌথ বৈঠকে আলোচনা হবে এবং প্রয়োজন হলে বিদ্যমান সমঝোতা স্মারকে সংশোধন আনা হতে পারে।
আরও পড়ুন
বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় মাল্টিপল এন্ট্রি ভিসা প্রদানের বিষয়েও ইতিবাচক আলোচনা চলছে বলে জানান তিনি। এ লক্ষ্যে মালয়েশিয়া সরকারের আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে।
উভয় দেশই চায় স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে দক্ষ ও উপযুক্ত কর্মীদের নিয়োগ দিতে, যাতে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হয় এবং শ্রমবাজারে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা বজায় থাকে।