প্রবাসীর দোয়া মাহফিলে বাধা, খাবার ফেলে দিলো বিএনপি নেতা

Bnp leader disrupts expatriate prayer mahfil, throws food

বাগেরহাটের মোড়েলগঞ্জে গ্রীসপ্রবাসী জাহিদ ইসলামের আয়োজিত এক দোয়া মাহফিলে চাঁদা না পেয়ে রান্না করা খাবার নষ্ট করে দেয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা কাজী খাইরুজ্জামান শিপনের অনুসারীদের বিরুদ্ধে। শুক্রবার উপজেলার উত্তর সুতালড়ি গ্রামে জাহিদের পিতার রোগমুক্তি কামনায় আয়োজিত এ মাহফিল ঘিরে ঘটে ঘটনাটি। স্থানীয় সূত্র জানায়, প্রবাস থেকে দেশে ফিরলেও প্রাণভয়ে গ্রামের বাড়িতে যেতে পারছেন না জাহিদ।

জানা গেছে, শতবর্ষী অসুস্থ পিতা-মাতার জন্য দোয়া মাহফিল আয়োজন করেছিলেন জাহিদ। স্থানীয় বিএনপি নেতারাও আমন্ত্রিত ছিলেন অনুষ্ঠানে। কিন্তু ওই খবর পেয়ে স্থানীয় প্রভাবশালী নেতা শিপনের ঘনিষ্ঠ আত্মীয় কাজী সাইফুজ্জামান রাসেল জাহিদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রাসেল তার অনুসারীদের নিয়ে মাহফিলের রান্না করা খাবার ফেলে দেন বলে অভিযোগ। অভিযুক্তদের মধ্যে লোকমান হোসেন খান, মহিউদ্দিন জিলান, মাসুদ খান (চুন্নু) ও নজরুল ইসলাম ব্যাপারীসহ ১০-১২ জন ছিলেন।

প্রবাসী জাহিদ ইসলাম বলেন, “আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না হলেও প্রবাসী কমিউনিটিতে সক্রিয়। ‘জাহিদ ইসলাম ফাউন্ডেশন’ নামে একটি সংগঠনের মাধ্যমে দেশে সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকি। এই কাজে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে ছবি থাকলেও সেটিকে অপপ্রচারের হাতিয়ার বানানো হয়েছে।” তিনি জানান, শুধু তিনিই নন, ফ্রান্স থেকে দেশে ফেরা তার ভাই জাকিরকেও হুমকি দেওয়া হয়েছে।

এ ঘটনায় তিনি স্থানীয় প্রশাসনের পাশাপাশি এনসিপি’র শীর্ষ নেতাদের কাছে অভিযোগ করেছেন। কিন্তু কোনো প্রতিকার মেলেনি বলে জানিয়েছেন জাহিদ। তার দাবি, তিনি এখন দেশে থেকেও নিজ বাড়িতে যেতে পারছেন না, এমনকি অসুস্থ বাবা-মায়ের সঙ্গেও দেখা করতে পারছেন না। এমন পরিস্থিতিতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বিএনপির কেন্দ্রীয় তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক ও মনোনয়নপ্রত্যাশী ড. কাজী মনিরুজ্জামান মনির বলেন, “শিপনের বাইরে অন্য নেতাদের সঙ্গে কেউ কাজ করলেই শিপনের অনুসারীরা তাদের ওপর ক্ষুব্ধ হয় ও হয়রানি করে। এ বিষয়ে কেন্দ্রীয় দপ্তরে অভিযোগ জানানো হয়েছে এবং তদন্ত চলছে।”

এদিকে, অভিযুক্ত কাজী খাইরুজ্জামান শিপন অভিযোগ অস্বীকার করে বলেন, “ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। কে খাবার নষ্ট করেছে, তা আমার জানা নেই।” তিনি আরও দাবি করেন, “জাহিদ আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিলেন, হয়তো এই কারণে কেউ ক্ষোভবশত এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে।”

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post