মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে বায়রার দুপক্ষের মারামারি

1besl8btir8 hd

সোমবার সকালে মালয়েশিয়ার শ্রমবাজারের সংকট ও সমাধান বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল বায়রার একাংশ। সেখানে আরেকটি গ্রুপ উপস্থিত হলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন জখম হয়েছেন বলে জানা গেছে। পরে ঘটনাস্থলে পুলিশ আসে এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতাদের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়।

15bb47fe e2e7 4c6a 81ca 1249c69f3af6

বায়রার যে অংশ সংবাদ সম্মেলন আয়োজন করেছিলো তার নেতৃত্বে ছিলেন বায়রার সাবেক সহ-সভাপতি রিয়াজ উল ইসলাম এবং সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম। পূর্ব নির্ধারিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে কিছু সদস্য ফখরুল ইসলামের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তার উপরে হামলার ঘটনা ঘটে।

পরবর্তীতে রিয়াজ উল ইসলাম এবং ফখরুল ইসলাম গ্রুপের পক্ষ থেকে আরও একটি সংবাদ সম্মেলন করা হয়। তারা এ সময় দাবি করেন, তাদের ওপর হামলা চালিয়েছে বায়রার সাবেক যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন এবং আতিক ইসলাম পক্ষের লোকজন। যারা বিগত সময়ের সিন্ডিকেটের সক্রিয় লোকজন।

সংবাদ সম্মেলনে ফখরুল ইসলাম বলেন, ‘সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে। তারা বিভিন্নভাবে কাজ করছে। মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে যাতে আর কোনো সিন্ডিকেট না হয় সেজন্য সরকারের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, সিন্ডিকেট বন্ধ হলে কর্মী প্রেরণে খরচ অনেকাংশে কমে যাবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post