বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার সম্প্রতি দেশটির শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (এলএমআরএ) এর অধীনস্থ এক্সপেট প্রোটেকশন সেন্টার (ইপিসি) এর পরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গত ১৪ মে সেহলা উত্তর এলাকায় অবস্থিত সেন্টারটির কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
সাক্ষাৎকালে এক্সপেট প্রোটেকশন সেন্টারের পরিচালক সৈয়দ আব্দুল্লাহ ইয়াতিম রাষ্ট্রদূতকে সেন্টারটির কার্যক্রম, কাঠামো এবং বিভিন্ন সেবা সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন। তিনি জানান, ২০১৫ সালে প্রতিষ্ঠিত এ সেন্টারটি বাহরাইনে কর্মরত বিদেশি শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে, শোষণ ও মানব পাচার প্রতিরোধে এবং সংকটকালীন সহায়তায় নিরলসভাবে কাজ করছে।
পরিচালক আরও জানান, বাহরাইনে অবস্থানরত কোনো প্রবাসী শ্রমিক যদি সমস্যার মুখোমুখি হন, তবে তিনি সরাসরি এক্সপেট প্রোটেকশন সেন্টারের সঙ্গে যোগাযোগ করলে তাৎক্ষণিক সহায়তা পাবেন। এই উদ্যোগ প্রবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা বলয় হিসেবে কাজ করছে।
আরও পড়ুন
রাষ্ট্রদূত সরোয়ার এরপর সেন্টারের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং শ্রমিক কল্যাণে গৃহীত কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, প্রবাসী শ্রমিকদের জন্য একটি নিরাপদ ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিত করতে এলএমআরএ ও ইপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ক্ষেত্রে তাদের অবদানের জন্য তিনি দূতাবাসের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে বাংলাদেশ দূতাবাস, এলএমআরএ এবং ইপিসির মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা এবং সমন্বিত কার্যক্রম গ্রহণ করা হবে।