আওয়ামী লীগের কর্মীরা বিএনপির সদস্য হতে পারবে: আমীর খসরু

Awami league workers can become bnp members amir khasru

আওয়ামী লীগ সংশ্লিষ্ট বা পরিচিত কেউ বিএনপির বিরুদ্ধাচরণ না করলে, এমনকি দলটির কার্যক্রমে সহযোগিতা করে থাকলেও তারা বিএনপির সদস্য হতে পারবেন বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার চট্টগ্রামের কাজীর দেউড়িতে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, আওয়ামী লীগের যেসব কর্মী জুলুম-নির্যাতন করেননি, বিএনপির বিরুদ্ধে কাজ করেননি, বরং সহানুভূতিশীল ছিলেন বা পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাদেরকে বিএনপির সদস্য হিসেবে গ্রহণ করা যেতে পারে। তবে চিহ্নিত চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সমাজে অগ্রহণযোগ্য কাউকে দলে টানার সুযোগ নেই।

তিনি আরও বলেন, গত ১৫ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা মামলা, হামলা, হয়রানি ও দমন-পীড়নের শিকার হয়েছে। এসব কারণে বিএনপি একটি বড় দল হয়েও কাঙ্ক্ষিত সাংগঠনিক কার্যক্রম চালাতে পারেনি। এখন সময় এসেছে দলের ভিত্তি আরও শক্ত করার।

অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ভবিষ্যতের রাজনৈতিক প্রতিযোগিতায় যারা অংশ নিতে চায়, তারা বিএনপির অভিজ্ঞতা, শক্তি ও প্রস্তুতির সঙ্গে পাল্লা দিতে পারবে না। কোনো ষড়যন্ত্রই দলের অগ্রযাত্রাকে থামাতে পারবে না।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post