নভোএয়ার আগামী ২১ মে থেকে অভ্যন্তরীণ ফ্লাইট পুনরায় চালু করছে এবং টিকিটের ওপর ১৫% ছাড়ের ঘোষণা দিয়েছে। গত ২ মে থেকে নভোএয়ারের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ ছিল।
নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান জানান, ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসেবে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ ছিল এবং যাত্রীদের উৎসাহে তারা আবার ফ্লাইট শুরু করতে যাচ্ছেন।
তিনি আরও বলেন, উন্নত যাত্রীসেবা এবং নিরাপদ ভ্রমণ সেবা প্রদান তাদের অগ্রাধিকার।
আরও পড়ুন
টিকিটের ওপর ১৫% ছাড় পেতে যাত্রীদের নভোএয়ারের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে প্রমো কোড অপশনে VQWEBAPP লিখে টিকিট কিনতে হবে। যাত্রীরা নভোএয়ারের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, সেলস অফিস বা ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট কিনতে পারবেন।