মালয়েশিয়ায় কর্মরত অবস্থায় ভবন থেকে পড়ে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসিন্দা মোহাম্মদ তাহির মিয়ার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে কোয়ান্টান পাহাং জেলায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন তাহির। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই মো. চাঁন মিয়া জানান, তাহির সাত বছর ধরে মালয়েশিয়ায় ছিলেন এবং এক বছর আগে ফোনে বিয়ে করেন। দেশে ফিরে স্থায়ীভাবে সংসার করার পরিকল্পনা ছিল তার।
আরও পড়ুন
তাহির মিয়ার মৃত্যুতে পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ইউপি সদস্য আব্দুস সাত্তার মোল্লা জানান, তার বৃদ্ধ মা ও পরিবারের সদস্যরা মরদেহ দেশে আনার অপেক্ষায় আছেন।