সড়ক দুর্ঘটনায় ওমান প্রবাসীর মৃত্যু, আহত ৪

Omani expatriate dies, 4 injured in road accident

লক্ষ্মীপুরের রামগতিতে সড়ক দুর্ঘটনায় ওমান প্রবাসী ইসমাইল হোসেন সুমনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন গর্ভবতী নারী ও অটোরিকশার চালকও রয়েছেন।

বুধবার দুপুরে চর আলগী ইউনিয়নের হাজী নবিয়ল মিয়া মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে যাওয়ার সময় গাড়ির বম ভেঙে উল্টে যায়। এতে সড়কে ছিটকে পড়ে সুমনের মাথায় লোহার রড ঢুকে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

আহত গর্ভবতী নারীকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে তিনি মৃত সন্তান প্রসব করেন এবং তার অবস্থাও আশঙ্কাজনক।

নিহত সুমন গত দুই মাস আগে ওমান থেকে দেশে এসেছিলেন এবং তার স্ত্রী ও দুটি পুত্র সন্তান রয়েছে। ছেলেরা লিচু খেতে চেয়েছিল এবং লিচু আনতে গিয়েই তিনি মারা যান।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন জানান, তিনি সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংবাদ পাননি।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize