ফেনীর ছাগনাইয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বুধবার রাতে ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয় দেওয়া এক যুবককে আটক করেছে। আটককৃত ব্যক্তির নাম মো. জয়নাল আবেদীন।
বিজিবি জানায়, জয়নাল গত ২০ দিন ধরে ভারতীয় সীমান্তে অবস্থান করে হোয়াটসঅ্যাপে এনএসআইয়ের লোগো ব্যবহার করে বিজিবি ক্যাম্পে ফোন করতেন। তিনি নিজেকে সোনাগাজীর এনএসআই কর্মকর্তা দাবি করে চোরাচালানকারীদের সাথে যোগসাজশে সীমান্তে অবৈধ ব্যবসা চালাচ্ছিলেন।
সন্দেহ হলে বিজিবি তাকে আটক করে এবং পরে ছাগনাইয়া থানায় হস্তান্তর করে।
আরও পড়ুন
ফেনী ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, জয়নাল বেশ কিছুদিন ধরে ফোন করে বিজিবিকে বিভ্রান্ত করছিলেন। তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।