কুড়িগ্রামের রৌমারী সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন বিজিবি সদস্য ও একজন আনসার সদস্য।
বুধবার (১৪ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ারচর-খেতারচর সীমান্তে এই ঘটনা ঘটে।
নিহত বিজিবি সদস্যের নাম রিয়াদ হোসেন। আহতরা হলেন হাবিলদার মো. জসিম, সিপাহি নাদিম, সিপাহি শাহীন এবং আনসার সদস্য ফেরদৌস হোসেন।
আরও পড়ুন
৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ দাঁতভাঙ্গা ক্যাম্পের কমান্ডার সুবেদার ফরিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্র জানায়, রাতে আন্তর্জাতিক সীমান্তের কাছে টহল দেওয়ার সময় বজ্রপাত হলে পাঁচজন আহত হন। রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রিয়াদ হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, এবং বাকি দুইজন রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
রৌমারী থানার ওসি মো. লুৎফর রহমান জানান, টহলের সময় বজ্রপাতে একজন বিজিবি সদস্য মারা গেছেন এবং আরও চারজন হাসপাতালে চিকিৎসাধীন।