হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনিযুক্ত নির্বাহী পরিচালক রাগিব সামাদ বলেছেন, একটি দেশের ভাবমূর্তি বিমানবন্দরেই প্রতিফলিত হয়। তাই দেশের এই গুরুত্বপূর্ণ প্রবেশদ্বারের মানোন্নয়ন অত্যাবশ্যক। তিনি যাত্রীসেবার মান আরও বৃদ্ধির ওপর জোর দিয়েছেন এবং এই লক্ষ্য বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেছেন।
বুধবার (১৪ মে) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ভবনে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) আয়োজিত বিদায় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সদ্য বিদায়ী নির্বাহী পরিচালক ও নবনিযুক্ত নির্বাহী পরিচালককে সংবর্ধনা প্রদান করা হয়।
আরও পড়ুন
রাগিব সামাদ তার বক্তব্যে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, তাদের সমর্থন ছাড়া তার নতুন যাত্রা অসম্পূর্ণ থেকে যাবে। বিদায়ী নির্বাহী পরিচালক কামরুল ইসলাম যে কর্মদক্ষতা রেখে গেছেন, তাকে অনুসরণ করা একটি বড় চ্যালেঞ্জ। তিনি আরও বলেন, যেকোনো কাজে ভুল হওয়া স্বাভাবিক এবং সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা সেই ভুলগুলো শুধরাতে সহায়ক হবে।
বিদায়ী নির্বাহী পরিচালক কামরুল ইসলাম তার বক্তব্যে বিমানবন্দরের যাত্রী পরিবহন ক্ষমতা এবং রেমিট্যান্সের উল্লেখযোগ্য অবদানের কথা তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন যে, খুব শীঘ্রই বিমানবন্দরের তৃতীয় টার্মিনালটি কার্যক্রম শুরু করবে। এটিজেএফবির সভাপতি তানজীম আনোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাতেন বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্য ও নেতারা উপস্থিত ছিলেন।