আওয়ামী লীগের কার্যক্রমের ওপর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নিষেধাজ্ঞার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, যথাযথ প্রক্রিয়া ছাড়া এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যা একটি উদ্বেগের বিষয়।
নয়াদিল্লিতে এক প্রেস ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত গণতান্ত্রিক অধিকার হ্রাস এবং রাজনৈতিক পরিসর সংকুচিত হওয়া নিয়ে উদ্বিগ্ন। তিনি বাংলাদেশে অবিলম্বে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান।
গত শনিবার শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে।