মমতাজ ৪ দিনের রিমান্ডে

Mumtaz remanded for 4 days

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুর থানার একটি হত্যা মামলায় মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত শুনানি শেষে এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন এবং আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড নামঞ্জুর ও জামিন চান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মনিরুল ইসলাম আদালতে মমতাজ বেগমের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। সোমবার রাতে মমতাজ বেগমকে ঢাকার ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলাসহ একাধিক মামলা রয়েছে।

একাধিকবার মানিকগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হওয়া লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম গত বছরের ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post