জুলাই গণহত্যায় হাসিনা-কামাল-মামুনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন

Tribunal reports against hasina, kamal, mamun in july massacre

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই-আগস্টের গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে। এর মাধ্যমে মামলাটির আনুষ্ঠানিক বিচারপ্রক্রিয়া শুরু হলো।

প্রথমে এই মামলায় শুধু শেখ হাসিনাকে আসামি করা হলেও, তদন্তে নতুন তথ্য আসার পর বাকি দু’জনকে অন্তর্ভুক্ত করা হয়।

ট্রাইব্যুনাল এর আগে ১৮ ফেব্রুয়ারি শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিল।

তদন্তকারী সংস্থা জানায়, গণহত্যায় শেখ হাসিনার সরাসরি নির্দেশনার অডিও পাওয়া গেছে, যা ফরেনসিক বিশ্লেষণসহ আদালতে উপস্থাপন করা হয়েছে।

চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, তদন্তে পাওয়া প্রমাণে এটা স্পষ্ট যে, এই গণহত্যা পূর্বপরিকল্পিত ছিল এবং এতে শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ সহযোগীদের সরাসরি সংশ্লিষ্টতা ছিল। মামলাটিতে মানবতাবিরোধী অপরাধ, হত্যা, গণহত্যা, নির্যাতন ও রাষ্ট্রীয় সন্ত্রাসের অভিযোগ আনা হয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post