সীমান্তের ওপারে বাঙ্কার নির্মাণ করেছে বিএসএফ

Bsf builds bunker across border

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চরধরমপুর সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে দুটি বাঙ্কার নির্মাণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

চরধরমপুর বিওপির নায়েবে সুবেদার আশরাফুল ইসলাম জানান, শুক্রবার আন্তর্জাতিক সীমান্তের মেইন পিলার ২০১/১৩-এস থেকে প্রায় ৫০০ গজ এবং মেইন পিলার ২০১/১৭-আর থেকে প্রায় ২০০ গজ ভেতরে বালুর বস্তা দিয়ে বাঙ্কার দুটি নির্মাণ করা হয়েছে।

আশরাফুল ইসলাম আরও বলেন, ভারতের অভ্যন্তরে বাঙ্কার নির্মাণ করা হলেও সীমান্তে কোনো সমস্যা নেই এবং দুই বাহিনীর মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। সীমান্তবর্তী এলাকায় ভারতের চরাঞ্চলে গবাদিপশু চরাতে যাওয়া স্থানীয়দের সীমান্তে প্রবেশ না করার জন্য সতর্ক করা হয়েছে।

৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভারতীয় সীমান্তের ভেতরে তাদের চেকপোস্টের পাশে বালুর বস্তা দিয়ে বাঙ্কার নির্মাণের খবর পাওয়া গেছে। তবে সীমান্তের অবস্থা বর্তমানে শান্তিপূর্ণ। তিনি আরও বলেন, এটি তাদের অভ্যন্তরীণ বিষয় এবং বাঙ্কারগুলো সীমান্তের দেড়শ গজের বাইরে হওয়ায় এ বিষয়ে প্রশ্ন তোলার কিছু নেই।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post