ভারতে পালালোর সময় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

Awami league leader arrested while fleeing to india

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজাকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে ভারতে যাওয়ার সময় দর্শনার জয়নগর আন্তর্জাতিক ইমিগ্রেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, গোলাম মোর্তুজা সকালে দর্শনার জয়নগর ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। সন্দেহ হলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে দর্শনা থানার একটি মামলায় তাকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়।

ওসি শহীদ তিতুমীর আরও জানান, গোলাম মোর্তুজা বর্তমানে থানা হেফাজতে রয়েছেন এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post