বাংলাদেশ সীমান্তের ওপারে ভারতের কারফিউ জারি, চলাচল নিষিদ্ধ

India imposes curfew, bans movement across bangladesh border

ভারতের মেঘালয় রাজ্য সিলেট সীমান্তের কাছাকাছি অঞ্চলগুলোতে রাত্রিকালীন চলাচল নিষিদ্ধ করেছে। প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

ভারতীয় গণমাধ্যম জানায়, মেঘালয়ের পূর্ব ও পশ্চিম জয়ন্তিয়া হিলস, পূর্ব খাসি হিলস, দক্ষিণ গারো হিলস এবং পশ্চিম গারো হিলস জেলার সীমান্তসংলগ্ন এলাকায় এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। সীমান্তের শূন্যরেখা থেকে ২০০ মিটার থেকে ১ কিলোমিটার পর্যন্ত এলাকাকে ‘নিরাপত্তা সংবেদনশীল’ ঘোষণা করা হয়েছে।

প্রশাসনের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, কারফিউ চলাকালীন পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত, অস্ত্র বহন, গবাদিপশু ও পণ্য পরিবহন এবং সীমান্ত পারাপার নিষিদ্ধ থাকবে।

স্থানীয়রা জানান, সম্প্রতি তামাবিল সীমান্তে যৌথ জরিপ কার্যক্রম চলাকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাধার মুখে পড়লে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুরের বাসিন্দারা জানান, এই নিষেধাজ্ঞার ফলে অবৈধ কাজে জড়িতদের সমস্যা হলেও, বৈধভাবে চলাচলকারীদের তেমন সমস্যা হবে না। তবে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা যাতে ব্যাহত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

সিলেটের জেলা প্রশাসক জানান, ভারতীয় এই সিদ্ধান্ত তাদের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক। সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সচেতনতা তৈরি করা হচ্ছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post