বিএনপি ছাড়া সব রাজনৈতিক দল এখন শাহবাগে : সারজিস

All political parties except bnp are now in shahbagh sarjis

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে কর্মসূচি পালন করছেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম দাবি করেছেন, এই কর্মসূচিতে বিএনপি ও তার সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মী অংশ নেননি।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে সারজিস আলম উল্লেখ করেন, বিএনপি এবং তাদের অঙ্গসংগঠন বাদে অন্যান্য রাজনৈতিক দল শাহবাগের এই অবরোধ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে।

তিনি তার পোস্টে আরও লেখেন, বিএনপি সম্ভবত আগামী জুলাই মাসে তাদের পুরনো জোট পুনরুদ্ধার করবে এবং ঐক্যবদ্ধ শাহবাগ সেই জোটের জন্য অপেক্ষা করছে। আজকের এই শাহবাগের অবরোধ কর্মসূচি ইতিহাস সৃষ্টি করবে এবং ভবিষ্যতের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ মাপকাঠি হিসেবে বিবেচিত হবে।

অন্যদিকে, এনসিপির আরেক নেতা হাসনাত আব্দুল্লাহ একই বিষয়ে ফেসবুকে পোস্ট করেছেন। তিনি স্পষ্ট করে বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি শুধু এনসিপির একার নয়, বরং এটি গত জুলাই মাসের ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক শক্তির সম্মিলিত দাবি। শাহবাগের এই সমাবেশ সেই জুলাই মাসের সকল দলের একটি সম্মিলিত প্ল্যাটফর্ম।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize