৪ বাংলাদেশি টিভির ইউটিউব চ্যানেল ব্লক করল ভারত

India blocks youtube channels of 4 bangladeshi tv channels

ভারত সরকার জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশে চারটি জনপ্রিয় টিভি চ্যানেলের ইউটিউব সম্প্রচার বন্ধ করে দিয়েছে। চ্যানেলগুলো হলো যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন ও মোহোনা টিভি। মুক্ত ফ্যাক্টচেকিং সাইট ডিসমিসল্যাব এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাত ৮টা পর্যন্ত এই চ্যানেলগুলোতে ভারতের ভূখণ্ড থেকে প্রবেশ করা যাচ্ছিল না এবং সেখানে একটি বার্তা দেখা যাচ্ছিল যাতে বলা হয়, জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলার কারণে এই কন্টেন্টটি বর্তমানে এ দেশে প্রদর্শনযোগ্য নয়।

ইউটিউব কর্তৃপক্ষ ইতিমধ্যেই এই সিদ্ধান্তের বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষকে অবহিত করেছে এবং নোটিশ পাঠিয়েছে। যমুনা টিভি কর্তৃপক্ষ ডিসমিসল্যাবের কাছে নোটিশ পাওয়ার বিষয়টি স্বীকার করেছে। নোটিশে উল্লেখ করা হয়েছে যে ভারত সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ করা হয়েছে, কারণ তাদের কন্টেন্ট ভারতের জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর। এর ফলে, এখন থেকে এই চ্যানেলগুলোতে আপলোড করা কোনো কন্টেন্টই ভারতে দেখা যাবে না।

ডিসমিসল্যাব বিষয়টি আরও নিশ্চিত করার জন্য ভিপিএন ব্যবহার করে ভারতীয় আইপি ঠিকানা থেকে ইউটিউবের তালিকাভুক্ত বাংলাদেশি সংবাদ ও মিডিয়া চ্যানেলগুলো যাচাই করে। সেখানে এই চারটি চ্যানেলে প্রবেশ করতে না পারার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং একই বার্তা দেখা গেছে। এছাড়াও, নয়াদিল্লি ও কলকাতাভিত্তিক দুজন সাংবাদিকও এই চ্যানেলগুলোতে প্রবেশ করতে না পারার বিষয়টি ডিসমিসল্যাবকে জানিয়েছেন এবং স্ক্রিন রেকর্ড প্রদান করেছেন।

ভারতের ‘ইন্টারমিডিয়ারি গাইডলাইনস ও ডিজিটাল মিডিয়া এথিকস কোড রুলস’-এর আওতায় ইউটিউব এই পদক্ষেপ নিয়েছে। এই আইন অনুযায়ী, ভারত সরকার জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব বা জনশৃঙ্খলার জন্য হুমকি মনে করলে কোনো কন্টেন্ট বা চ্যানেল ব্লক করার নির্দেশ দিতে পারে। ডিসমিসল্যাব তাদের প্রতিবেদনে আরও উল্লেখ করেছে যে সাম্প্রতিককালে ভারত সরকার একই কারণে দ্য ওয়ার ইন্ডিয়ার ওয়েবসাইট এবং আট হাজারের বেশি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টও ব্লক করেছে। এছাড়াও, এক ডজনের বেশি পাকিস্তানি ইউটিউব চ্যানেল এবং কিছু ইনস্টাগ্রাম আইডি ভারতে ব্লক করা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize