ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ায় বাংলাদেশ পুলিশ প্রধানের নির্দেশে সিলেট রেঞ্জের চার জেলার পুলিশ প্রশাসনকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। ভারতের সীমান্তঘেঁষা এলাকাগুলোতে বিশেষ নজরদারি করা হচ্ছে।
সুনামগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকায় স্থানীয় থানা পুলিশ, ডিবি ও বিট পুলিশ কর্মকর্তাদের সক্রিয় করা হয়েছে। সীমান্তবর্তী চৌকি ও প্রবেশপথগুলোতেও নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) নির্দেশের পর সিলেট রেঞ্জের চার জেলার পুলিশ সুপারকে সতর্ক থাকতে বলা হয়েছে।
সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান জানান, আইজিপি মহোদয়ের নির্দেশনার পর সব পুলিশ সুপারকে সীমান্তে কড়া সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। অনুপ্রবেশ ও বিশৃঙ্খলা ঠেকাতে চার জেলার পুলিশ সুপারকে নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ভারত ও পাকিস্তানের সংঘাতের কারণে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত না হয় এবং কোনো জঙ্গি বা সন্ত্রাসী দেশে প্রবেশ করতে না পারে, সেজন্য সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ দেন।