মিয়ানমারের সেনা-বিজিপি সদস্যসহ ৪০ নাগরিককে ফেরত

40 citizens including myanmar army and bgp members returned

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের সেনা ও বর্ডার গার্ড (বিজিপি) সদস্যসহ ৪০ জন নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বুধবার দুপুরে কক্সবাজার বিমানবন্দর থেকে মিয়ানমারের একটি বিশেষ বিমানে তাদের হস্তান্তর করা হয়।

বিজিবি কক্সবাজার জোনের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল এমএম ইমরুল হাসান জানান, রাখাইনে সংঘাত শুরু হওয়ার পর বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমারের এই নাগরিকরা বাংলাদেশে আশ্রয় নেয়। এদের মধ্যে সেনা ও বিজিপি সদস্যের পাশাপাশি কিছু সাধারণ নাগরিকও ছিলেন।

কক্সবাজার বিমানবন্দরের পরিচালক মো. গোলাম মর্তুজা হোসেন জানান, মিয়ানমার থেকে আসা একটি বিশেষ বিমান দুপুর দেড়টায় কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য বিমানবন্দরটি নিয়মিত ব্যবহার না হওয়ায়, কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থায় ইমিগ্রেশনসহ সব প্রক্রিয়া সম্পন্ন করে। বিমানটি দুপুর ২টা ৪৫ মিনিটে ৪০ জন মিয়ানমার নাগরিককে নিয়ে কক্সবাজার ত্যাগ করে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহেদুল আলম জানান, বিজিবির পক্ষ থেকে মিয়ানমারের ৪০ জনকে ফেরত পাঠানোর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর, ফেরত পাঠানোর প্রশাসনিক কাজ সম্পন্ন করা হয়েছে।

এর আগে, তিন দফায় ৭৫২ জন বিজিপি ও সেনাসদস্যকে ফেরত পাঠানো হয়েছিল। বর্তমানে রাখাইন রাজ্যের প্রায় ৮০ শতাংশের নিয়ন্ত্রণ সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) হাতে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post