আঙুর চাষে স্বপ্ন বুনছেন প্রবাসী কামরুজ্জামান

Expatriate kamruzzaman dreams of cultivating grapes

যশোরের চৌগাছায় লাল আঙুর চাষ করে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন কোরিয়া ফেরত প্রবাসী কামরুজ্জামান এপিল। উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের রসুলপুর গ্রামের এই উদ্যোক্তা তার দুই বিঘা জমির আঙুর বাগানে প্রথমবারেই থোকায় থোকায় আকর্ষণীয় লাল আঙুরের ফলন ফলিয়েছেন।

দীর্ঘদিন দক্ষিণ কোরিয়ায় প্রবাস জীবন কাটানো কামরুজ্জামান এপিলের স্বপ্ন ছিল দেশের মাটিতে আঙুর চাষ করা। সেই স্বপ্ন বাস্তবায়নে তিনি ২০২৪ সালের জুন মাসে তার নিজস্ব দুই বিঘা জমিতে বাইক্লো, এপোলো ও ব্লাক ম্যাজিক এই তিন উন্নত জাতের আঙুরের চারা রোপণ করেন। বর্তমানে তার বাগানের মাচায় সারি সারি লাল আঙুরের থোকা ঝুলছে, যা দেখে স্থানীয় অনেকেই বিস্মিত। আঙুরকে পোকা ও পাখির আক্রমণ থেকে রক্ষা করতে এবং এর স্বাভাবিক রং বজায় রাখতে প্রতিটি থোকাকে তিনি বিশেষ পলিপ্যাক দিয়ে মুড়িয়ে রেখেছেন।

কামরুজ্জামান জানান, তিনি নিয়মিতভাবে তার আঙুর গাছের পরিচর্যা করেন। চারা রোপণের পর গাছ বড় হওয়ার সঙ্গে সঙ্গেই সিমেন্টের খুঁটি, তার ও বাঁশ ব্যবহার করে মজবুত মাচা তৈরি করেন। চলতি বছরের মার্চ মাসে তার বাগানের গাছে ফুল আসে এবং এপ্রিল মাস থেকে ফল ধরা শুরু হয়। বর্তমানে প্রতিটি মাচা আঙুরে পরিপূর্ণ এবং ফল মিষ্টি হতে শুরু করেছে।

উদ্যোক্তা কামরুজ্জামান এপিল আশাবাদী যে, মে মাসের শেষ নাগাদ তার আঙুর সম্পূর্ণরূপে পাকতে শুরু করবে এবং এর স্বাদ ও মিষ্টতা বাজারের অন্যান্য আঙুরের তুলনায় অনেক উন্নত হবে। তিনি আশা করছেন, তার বাগানের আঙুর শুধু যশোরের চাহিদা পূরণ করবে না, বরং দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করাও সম্ভব হবে। তিনি আরও বলেন, বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে আঙুরের চাষ বৃদ্ধি পাচ্ছে এবং এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে বিদেশ থেকে আঙুর আমদানি করার প্রয়োজন হবে না, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন জানান, কামরুজ্জামানের আঙুর বীজবিহীন (সিডলেস) হয়েছে, যা একটি উল্লেখযোগ্য সাফল্য। তিনি আরও বলেন, এই অঞ্চলে ড্রাগন ফলসহ বিভিন্ন বিদেশি ফলের চাষ আগে থেকেই হচ্ছে এবং গত বছর থেকে আঙুরের চাষও শুরু হয়েছে। কৃষকরা যদি এভাবে আঙুর চাষে এগিয়ে আসেন, তবে এটি নিঃসন্দেহে স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কামরুজ্জামানের এই সফলতা অন্য কৃষকদেরও আঙুর চাষে উৎসাহিত করবে বলে মনে করেন কৃষি কর্মকর্তারা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize