মালয়েশিয়ার শ্রমবাজার প্রায় এক বছর ধরে সিন্ডিকেটের কবলে বলে অভিযোগ রয়েছে। বাজারটি কবে নাগাদ খুলবে, সে বিষয়েও কোনো নিশ্চয়তা নেই। এই পরিস্থিতিতে সিন্ডিকেট ভেঙে দ্রুত শ্রমবাজার খুলে দেওয়ার দাবিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) সদস্যরা মানববন্ধন করেছেন।
সোমবার (৫ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে বায়রার সদস্যরা এই মানববন্ধন করেন। তারা অভিবাসী শ্রমিকদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এই সমস্যার সমাধানের দাবি জানান।
সৌদি আরবের পর মালয়েশিয়া বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার। তবে সিন্ডিকেটের দৌরাত্ম্যের কারণে প্রায় এক বছর ধরে এই বাজার বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ রয়েছে।এই অবস্থায় বায়রার সদস্য ও এজেন্সি মালিকরা সিন্ডিকেট ভেঙে শ্রমবাজার খুলে দেওয়ার দাবিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করেন। তারা মালয়েশিয়ার শ্রমবাজারসহ অন্যান্য শ্রমবাজারগুলো অভিবাসী শ্রমিকদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে খুলে দেওয়ার দাবি জানান।
আরও পড়ুন
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আগের সরকারের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড, অবৈধ নিয়োগ এবং শ্রমিকদের ঋণের জালে আটকে রাখার কারণে অনেক শ্রমিকের জীবন নষ্ট হয়ে গেছে।