হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস কর্তৃপক্ষ স্বর্ণালংকার তৈরির একটি মেশিনের ভেতর থেকে স্বর্ণ জব্দ করেছে। গতকাল রবিবার রাতে মালয়েশিয়া থেকে আসা এক যাত্রীর কাছ থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের পরিমাণ ছিল ১ কেজি ২০০ গ্রাম।
ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ কর্মকর্তা বরুণ দাস জানান, চাঁদপুর শাহরাস্তির বাসিন্দা সুমন মিয়া নামের ওই যাত্রী রাত ১১টা ১৫ মিনিটের দিকে মালয়েশিয়া থেকে শাহজালাল বিমানবন্দরে নামেন। ইমিগ্রেশন শেষে কাস্টমস হলে তার লাগেজ স্ক্যান করা হলে স্বর্ণের অস্তিত্ব ধরা পড়ে। প্রথমে তিনি স্বর্ণের কথা অস্বীকার করলেও, পরে তার স্বর্ণালঙ্কার তৈরির মেশিনে তল্লাশি চালিয়ে তার ভেতর থেকে ১ কেজি ২০০ গ্রাম স্বর্ণের চাকতি উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
কর্মকর্তা বরুণ দাস আরও বলেন, চোরাকারবারীরা বিভিন্ন নতুন উপায়ে স্বর্ণ পাচারের চেষ্টা করছে। তবে কাস্টমসের প্রিভেনটিভ টিমের সতর্কতার কারণে তারা সফল হতে পারছে না। তাদের একের পর এক কৌশল ধরা পড়ছে।