দীর্ঘদিন ধরে লন্ডনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী ৫ মে দেশে ফিরছেন। বিএনপির পক্ষ থেকে প্রথমে জানানো হয়েছিল, তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে দেশে ফিরবেন। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করেই তিনি দেশে ফিরছেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খালেদা জিয়া কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে সোমবার দেশে ফিরবেন। তবে দেশে ফেরার সময় এখনো চূড়ান্ত হয়নি। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, এয়ার অ্যাম্বুলেন্সের কিছু কারিগরি সমস্যার কারণে বিলম্ব হওয়ায় খালেদা জিয়া বাংলাদেশ বিমানে ফেরার প্রস্তুতি নিয়েছিলেন।
গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে যান খালেদা জিয়া। লন্ডনে পৌঁছে তিনি একটি ক্লিনিকে ভর্তি হন এবং সেখানে ১৭ দিন বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। পরে তাকে তারেক রহমানের বাসায় রেখে চিকিৎসা দেওয়া হয়।
আরও পড়ুন
দীর্ঘ ছয় বছরেরও বেশি সময় পর, লন্ডনে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার দেশে ফেরা উপলক্ষে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।