বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন থেকে দেশে ফেরার বিমানযাত্রায় নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে বিশেষ পরিস্থিতি। আগামী ৫ মে, সোমবার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার দেশে ফেরার কথা থাকলেও, সেই ফ্লাইটের দায়িত্বে থাকা দুই কেবিন ক্রুকে শেষ মুহূর্তে পরিবর্তন করা হয়েছে। এই ঘটনাটি বিমান কর্তৃপক্ষের অভ্যন্তরে এবং রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বিমান সংশ্লিষ্ট গোয়েন্দা সূত্র থেকে জানা যায়, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ এবং উক্ত কেবিন ক্রুদের রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাতিল হওয়া ক্রুরা হলেন আল কুবরুন নাহার কসমিক এবং মো. কামরুল ইসলাম বিপোন। আগামী ৪ মে, রবিবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ২০২ ফ্লাইটে খালেদা জিয়া, তার পরিবারের সদস্য এবং বিএনপির শীর্ষ নেতারা লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।
প্রাথমিকভাবে, ২ মে, শুক্রবার দুপুরে ফ্লাইট সার্ভিস বিভাগ চিফ পার্সার নিশি, ফ্লাইট পার্সার আল কুবরুন নাহার কসমিক, ফ্লাইট পার্সার মো. কামরুল ইসলাম বিপোন এবং জুনিয়র পার্সার রিফাজের নাম চূড়ান্ত করেছিল। তবে, গোয়েন্দা তথ্যে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ভিআইপি যাত্রীর নিরাপত্তার সম্ভাব্য ঝুঁকির কথা উঠে আসায়, শুক্রবার মধ্যরাতেই দুজনের নাম বাতিল করা হয়। ফ্লাইট সার্ভিস বিভাগ এই পরিবর্তন নিশ্চিত করেছে এবং জানিয়েছে, কসমিক ও বিপোনের পরিবর্তে ফ্লাইট পার্সার ডিউক এবং ফ্লাইট স্টুয়ার্ডেস আনহারা মারজানকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আরও পড়ুন
বিমান বাংলাদেশ সূত্রের খবর অনুযায়ী, আল কুবরুন নাহার কসমিকের বিরুদ্ধে অভিযোগ, তিনি নিয়মিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার ফ্লাইট পরিচালনা করতেন এবং সরকারি সুবিধা ভোগ করতেন। এছাড়াও, তার বিরুদ্ধে চাকরি জীবনে ১৮ বার কারণ দর্শানোর নোটিশ পাওয়ার এবং একাধিকবার গ্রাউন্ডেড হওয়ার মতো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের অভিযোগ রয়েছে। অন্যদিকে, জুনিয়র পার্সার কামরুল ইসলাম বিপোনের বিরুদ্ধে সরকারি দলের বিভিন্ন কার্যক্রমে সরাসরি যুক্ত থাকার অভিযোগ উঠেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এই বিষয়ে জানান, ক্রু পরিবর্তনের বিষয়টি তার জানা নেই। তিনি বলেন, বিমানের সংশ্লিষ্ট বিভাগ বিভিন্ন কারণে ডিউটি পরিবর্তন বা রিশিডিউলিং করতে পারে, যা একটি স্বাভাবিক প্রক্রিয়া। গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে ক্রু পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, গোয়েন্দা প্রতিবেদনের কারণে অনেক সময় অনেককে সরানো হয় এবং সামান্য তথ্যের ভিত্তিতেও প্রতিবেদন তৈরি হতে পারে।