চিন্ময় দাসের জামিন স্থগিত

Chinmoy das' bail suspended

রাষ্ট্রদ্রোহ মামলায় জামিনপ্রাপ্ত ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রাষ্ট্রপক্ষ থেকে জামিন স্থগিতের আবেদন করা হলে আদালত এই আদেশ দেন। একইসঙ্গে, আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চিন্ময়ের মুক্তি নিশ্চিত না করতে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতকে লিখিতভাবে জানানো হয়েছে।

এর আগে, দুপুরে বিচারপতি মো. আতাউর রহমান ও বিচারপতি মো. আলী রেজা এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন মঞ্জুর করেন। রাষ্ট্রদ্রোহ মামলায় তার পক্ষে জামিনের আবেদন জানানো হলে আদালত তা গ্রহণ করেন।

উল্লেখ্য, গত বছরের ২৫ অক্টোবর চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশের নেতৃত্ব দেন চিন্ময়। এরপর ৩১ অক্টোবর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের হয়, যেখানে আরও ১৮ জনকে আসামি করা হয়। পরবর্তীতে ২২ নভেম্বর রংপুরে আরেকটি সমাবেশে অংশগ্রহণের পর ২৫ নভেম্বর তাকে ঢাকায় গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে চিন্ময়কে কারাগারে পাঠানো হয়। আদালতের আদেশকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে তার অনুসারীদের সঙ্গে আইনজীবী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। ওইদিন আদালত চত্বরের বাইরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। এরপর থেকেই চিন্ময় কৃষ্ণ দাস কারাগারে রয়েছেন।

চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত চলতি বছরের ২ জানুয়ারি চিন্ময়ের জামিন আবেদন খারিজ করেন। পরে হাইকোর্টে নতুন করে জামিন আবেদন করা হলে সেটি মঞ্জুর হয়, যা আপাতত স্থগিত রয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize