সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

Case against former expatriate welfare minister

অবৈধ সম্পদ অর্জন ও অস্বাভাবিক লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) গতকাল বুধবার (৩০ এপ্রিল) সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী এবং সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য ইমরান আহমদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।

দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন গণমাধ্যমকে জানান, ইমরান আহমদের বিরুদ্ধে ৯০ লাখ ৬৭ হাজার ৪৯৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়াও, তার ৫টি ব্যাংক হিসাবে ৬ কোটি ৪ লাখ ১৩ হাজার ৪৮৪ টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এসব অভিযোগের ভিত্তিতেই মামলাটি রুজু করা হয়েছে।

উল্লেখ্য, ক্ষমতার পটপরিবর্তনের পর গত বছরের ২১ অক্টোবর পুলিশ ইমরান আহমদকে রাজধানীর বনানী এলাকা থেকে গ্রেফতার করে।

ইমরান আহমদ সিলেট-৪ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০১৮ সালে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পান এবং পরবর্তীতে ২০১৯ সালে একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে নিযুক্ত হন।

আরও দেখুন 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize