ইসকন নেতা চিন্ময় দাসের হাইকোর্টে জামিন

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার হওয়া প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী অবশেষে জামিন পেয়েছেন। বুধবার (তারিখ উল্লেখযোগ্য হলে যুক্ত করুন) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ তার জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে এ আদেশ দেন।

চিন্ময়ের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য ও প্রবীর রঞ্জন হালদার। অন্যদিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক ও মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা।

গত বছরের ২৫ অক্টোবর চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের এক বিশাল সমাবেশে নেতৃত্ব দেন চিন্ময় কৃষ্ণ দাস। এরপর ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়, যাতে আরও ১৮ জনকে আসামি করা হয়। পরে ২২ নভেম্বর রংপুরেও আরেকটি সমাবেশে অংশ নেওয়ার পর ২৫ নভেম্বর ঢাকায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর জামিন আবেদন করলে ম্যাজিস্ট্রেট তা খারিজ করে চিন্ময়কে কারাগারে পাঠান। এ আদেশের পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বাহিনী ও চিন্ময়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়, যেখানে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। এরপর থেকে চিন্ময় কারাবন্দি ছিলেন।

চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করলে চিন্ময় হাইকোর্টে আবেদন করেন। শুনানি শেষে হাইকোর্ট জামিন প্রশ্নে রুল জারি করে এবং অবশেষে তাকে জামিনে মুক্তির আদেশ দেয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize