এনআইডির সাবেক ডিজির এনআইডি ব্লকের নির্দেশ

Former nid dg sultanuzzaman's nid block

নির্বাচন কমিশন (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগের সাবেক মহাপরিচালক সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন ও তার স্ত্রীর এনআইডি সাময়িকভাবে ব্লক করেছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সুপারিশে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) সাবেক ব্যবস্থাপনা পরিচালক সুলতানুজ্জামান সালেহ উদ্দিনের বিরুদ্ধে অনুসন্ধানের স্বার্থে বিদেশ গমনে নিষেধাজ্ঞা এবং এনআইডি ব্লক করার আবেদন করেন। দুদক এই আবেদন গ্রহণ করে জনস্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে।

এরপর নির্বাচন কমিশনের অনুমোদনের ভিত্তিতে আইটি শাখা তাদের এনআইডি সাময়িকভাবে অকার্যকর করে। ফলে বিদেশ ভ্রমণসহ বিভিন্ন নাগরিক সেবা গ্রহণে তারা আপাতত সীমাবদ্ধ থাকবেন।

উল্লেখ্য, সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন এর আগে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তার সময়েই ফরাসি প্রযুক্তি প্রতিষ্ঠান অবার্থারের সঙ্গে স্মার্টকার্ড চুক্তি হয়, যার বাস্তবায়ন এখনও পুরোপুরি সফল হয়নি এবং নির্বাচন কমিশনকে ভোগান্তির মুখে ফেলেছে।

সম্প্রতি আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তির এনআইডি ব্লকের ঘটনা প্রকাশ্যে এসেছে, যার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের এনআইডি সাময়িকভাবে অকার্যকর করার বিষয়টিও আলোচনায় রয়েছে। এনআইডি ব্লক হলে ব্যাংকিং, পাসপোর্ট ও মোবাইল সিম নিবন্ধনসহ বহু গুরুত্বপূর্ণ সেবা বাধাগ্রস্ত হয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize