পুলিশ সদস্যদের নিজেদের বৃহত্তর জেলা কিংবা নিজ এলাকায় পদায়নের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে সরকার। একইসঙ্গে স্বামী-স্ত্রী উভয়েই যদি পুলিশ বাহিনীর সদস্য হন, তাহলে তাদের একত্রে একই জেলায় পদায়নের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত পুলিশ সপ্তাহ-২০২৫ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, পুলিশের মধ্যে জনবল সংকট এখনো বিরাজমান। এ সংকট দূর করতে বাহিনীর সাংগঠনিক কাঠামোয় (টিওএন্ডই) প্রয়োজনীয় জনবল বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি এবং এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দেন।
আধুনিক অপরাধের ক্রমবর্ধমান প্রবণতা রোধে প্রশিক্ষণের ওপর জোর দিয়ে উপদেষ্টা বলেন, অপরাধ ও সন্ত্রাসের ধরন প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, তাই পুলিশ সদস্যদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এজন্য তিনি যোগ্য কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোতে পদায়নের আহ্বান জানান।
আরও পড়ুন
সভায় আরও আলোচনা হয় পুলিশের দায়িত্ব পালনে সহায়ক নানা পদক্ষেপ নিয়ে। ট্রাফিক পুলিশদের জন্য বক্স/শেলটার স্থাপন, রাতের টহলের সময় তাঁবুর ব্যবস্থা, মাদকবিরোধী জোরালো অভিযান পরিচালনা ও পুলিশ সদস্যদের ঝুঁকি ভাতার সর্বোচ্চ সীমা বাতিলের উদ্যোগের কথাও জানানো হয়। এতে কনস্টেবল থেকে এসআই পর্যায়ের কর্মকর্তারা আরও বেশি ভাতা পাবেন বলে আশা করা হচ্ছে।
এছাড়া পুলিশ সদস্যদের মোটরসাইকেল ক্রয়ের জন্য ঋণ সুবিধা দেওয়ার ঘোষণা দেওয়া হয় সভায়। প্রাথমিকভাবে এসআই ও এএসআই পর্যায়ের সদস্যদের এ ঋণ দেওয়া হবে এবং ঋণের সুদের অংশ রাষ্ট্রীয়ভাবে পরিশোধের বিষয়ে সরকারের প্রতি অনুরোধ জানানো হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।