কাতারের আমিরের বোনের সঙ্গে গোলটেবিল বৈঠকে প্রধান উপদেষ্টা

কাতারের আমিরের বোনের সঙ্গে গোলটেবিল বৈঠকে প্রধান উপদেষ্টা

কাতারের দোহায় চলমান আর্থনা শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে একটি গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠকে মিলিত হন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং কাতার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ হিন্দ বিনতে হামাদ আল থানি।

শেখ হিন্দ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির বোন।

আজ বুধবার অনুষ্ঠিত এই বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে বিশদ আলোচনা হয়।

বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।
আরও দেখুন 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post