বাংলাদেশ থেকে ৭২৫ সেনাসদস্য নেবে কাতার

বাংলাদেশ থেকে ৭২৫ সেনাসদস্য নেবে কাতার

বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের জন্য কাতার বাংলাদেশ থেকে ৭২৫ জন সেনাসদস্য নিয়োগ করবে। আগামী দুই মাসের মধ্যেই এই প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে।

মঙ্গলবার (২২ এপ্রিল), কাতারের দোহায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বর্তমানে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিতব্য আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে অবস্থান করছেন। প্রেস সচিব জানান, দীর্ঘকাল ধরে কুয়েতে বাংলাদেশের সেনাসদস্যরা সুনামের সাথে কর্মরত রয়েছেন।

একইভাবে, কাতারও বাংলাদেশ থেকে নিয়মিতভাবে সেনাসদস্য নিয়োগ করতে আগ্রহী। প্রাথমিকভাবে প্রতি তিন বছর অন্তর ৭২৫ জন করে সেনাসদস্য নেওয়া হবে এবং এই সংখ্যা বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize