প্রবাসীর জায়গা দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

চৌদ্দগ্রামে বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীর জায়গা দখলের অভিযোগ

কুমিল্লার চৌদ্দগ্রামে একজন ইতালি প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে, যা বেশ উদ্বেগের বিষয়। জেলা কৃষকদল নেতা ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান শাহরিয়ার খাঁর বিরুদ্ধে এই অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রবাসী আমিনুল ইসলামের বাবা।

অভিযোগে জানা যায়, আমিনুল ইসলাম চৌদ্দগ্রাম পৌরসভায় বেশ কিছু জমি কিনেছিলেন। সম্প্রতি হাসান শাহরিয়ার খাঁ তার দলবল নিয়ে সেই জমিতে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা করেন। আমিনুলের বাবা বাধা দিতে গেলে প্রথমে তাদের কাজ বন্ধ হয়, কিন্তু পরে তারা আবারও নির্মাণ কাজ শুরু করেন এবং বাধা দেওয়ায় আমিনুলের বাবাকে গালিগালাজ ও মারধরের হুমকি দেন।

এই ঘটনায় আমিনুলের বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে এবং উভয় পক্ষকে শান্তি বজায় রাখার অনুরোধ করেছে।

তবে অভিযুক্ত বিএনপি নেতা হাসান শাহরিয়ার খাঁ এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন যে তিনি তার নিজের জমিতেই ঘর নির্মাণ করছেন এবং এটি দীর্ঘদিনের পুরনো একটি ঝামেলা। তিনি আরও বলেন যে ২০১১ সালে আদালত তার পক্ষেই রায় দিয়েছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন যে তারা অভিযোগ পেয়েছেন এবং ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। তিনি জানান, এটি একটি পুরনো বিরোধ এবং উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

একজন প্রবাসীর জমি জোরপূর্বক দখলের এই অভিযোগ স্থানীয় জনমনে ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি করেছে। বিষয়টি এখন আইনগত প্রক্রিয়ার দিকে মোড় নিয়েছে।
 আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize