শেখ হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

শেখ হাসিনা জয়সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন অভিযোগপত্র গ্রহণ করে এই আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানিয়েছেন, দুটি মামলার মধ্যে একটিতে ১২ জন এবং অপরটিতে ১৭ জন আসামি রয়েছেন। যেহেতু আসামিরা কেউ আদালতে হাজির ছিলেন না, তাই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এই তালিকায় রয়েছেন বিভিন্ন দপ্তরের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, যেমন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, সচিব মো. শহীদ উল্লা খন্দকার, রাজউকের সাবেক কর্মকর্তাসহ আরও অনেকে। অভিযোগপত্রে বলা হয়েছে, রাজধানীতে নিজ নামে সম্পত্তি থাকার পরও প্রধানমন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা পূর্বাচলে প্লট বরাদ্দ নেন। একইভাবে তার ছেলে জয়সহ অন্যরাও অনিয়মের মাধ্যমে প্লটের সুবিধা নেন বলে অভিযোগ।

এর আগে ১৩ এপ্রিল পূর্বাচল প্লট কেলেঙ্কারির আরও তিনটি মামলায় শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ ২১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এছাড়াও ১০ এপ্রিল একই ধরনের আরেকটি মামলায় শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে একই ধরনের আদেশ দেন বিচারক।

উল্লেখ্য, গত ২৫ মার্চ দুদক পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়ম সংক্রান্ত ছয়টি মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের একাধিক সদস্য ছাড়াও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা অভিযুক্ত হয়েছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post