ভারতের বিলোনিয়ায় সাত বাংলাদেশি আটক

ভারতের বিলোনিয়ায় সাত বাংলাদেশি যুবক আটক

ফেনীর পরশুরাম সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৭ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে ভারতের ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া থানার পুলিশ। শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় বিলোনিয়ার তবলা চৌমুহনী এলাকা থেকে তাদের আটক করা হয়। একই দিনে সকালে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া এক নাইজেরিয়ান নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, ইউরোপের দেশ বুলগেরিয়ার ভিসা পাওয়ার উদ্দেশ্যে পরশুরামের বাসপদুয়া সীমান্ত দিয়ে তারা ভারতের আমজাদনগরে প্রবেশ করেন। তবে ভারতীয় ভিসা না থাকায় তারা অবৈধভাবে অবস্থান করছিলেন। দিল্লির পথে যাত্রার সময় তবলা চৌমুহনী এলাকায় তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন: গাজীপুরের রবিন হোসাইন (২৮), নওগাঁর মো. রাফি (২৫), ফেনীর এমদাদ হোসাইন (২৭) ও সাইদুর জামান (২৮), নরসিংদীর ফয়সাল (২৪), চাঁদপুরের রায়হান মোল্লা (২১), এবং ছাগলনাইয়ার গিয়াস উদ্দিন (৩৫)। তারা সবাই ভিন্ন জেলা ও উপজেলার বাসিন্দা।

বিলোনিয়া থানা পুলিশ তাদেরকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে এবং আইনানুগ প্রক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে আরও জানা যায়, আন্তর্জাতিক ভিসা পেতে বিকল্প পথ হিসেবে তারা এ ধরনের ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন।

পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল হাকিম জানান, বিষয়টি তারা শুনেছেন এবং ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize