বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে স্পেন প্রবাসী নিহত, আহত ২০

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে স্পেন প্রবাসী নিহত আহত ২০

লক্ষ্মীপুরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে দুই গ্রুপের সংঘর্ষে স্পেন প্রবাসী সাইজ উদ্দিন দেওয়ানকে (৩৮) কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষকের লোকজনের বিরুদ্ধে। একই ঘটনায় আহত হয়েছে উভয়পক্ষের অন্তত ২০জন।

সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যা রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া প্রবাসীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, রায়পুর উপজেলার উত্তর চরবংশি ইউনিয়নের মালেক খাঁন ব্রাজী এলাকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের এ ঘটনা ঘটে।

নিহত সাইজ উদ্দিন দেওয়ান ওই ইউনিয়নের (২নং ওয়ার্ড) চর ঘাসিয়া গ্রামের দেওয়ান বাড়ীর মৃত নুরু দেওয়ানের ছোট ছেলে। সে স্পেন প্রবাসী। দুইদিন পর সপরিবার নিয়ে স্পেন যাওয়ার কথা ছিল।

জানা গেছে, সাবেক চরবংশি ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক কবিরাজের সঙ্গে রায়পুর উপজেলা কৃষিকদলের সদস্য সচিব শামীম গাজীর সাথে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছে।

সোমবার দুপুরে স্থানীয় মালেক খাঁন ব্রীজ এলাকায় ফারুক কবিরাজ তার ভাই মেহদী কবিরাজ সংবদ্ধ লোকজন নিয়ে অবস্থান নেয়। এরপর কৃষকদল নেতা শামীম গাজীর লোকজনের সঙ্গে ফারুক কবিরাজের অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। নিহত স্পেন সাইজ উদ্দিন দেওয়ান শামীমের পক্ষের লোক বলে জানান নিহতের সোলেমান দেওয়ান।

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize