অস্ট্রেলিয়ায় বাংলা‌দে‌শের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

অস্ট্রেলিয়ায় বাংলা‌দে‌শের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ এম বোরহান উদ্দিন অস্ট্রেলিয়ার গভর্নর জেনারেল স্যাম মোস্টান এসির কাছে পরিচয়পত্র পেশ করেছেন।

বুধবার (২ এপ্রিল) বাংলাদেশের নবনিযুক্ত হাইক‌মিশনার তার পরিচয়পত্র পেশ ক‌রেন।
বাংলাদেশ হাইকমিশন ক্যানবেরা এই তথ‌্য জা‌নি‌য়ে‌ছে।

হাইক‌মিশন জানায়, পরিচয়পত্র পেশ শেষে তারা সংক্ষিপ্ত একান্ত আলোচনায় মিলিত হন, যেখানে দুদেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয়াবলী নিয়ে আলোচনা হয়।

গভর্নর জেনারেল হাইকমিশনারকে অভিনন্দন জানান এবং তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। হাইকমিশনার গভর্নর জেনারেলকে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশের জনগণের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

একইভাবে গভর্নর জেনারেল বাংলাদেশ রাষ্ট্র ও সরকার প্রধানকে এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

হাইক‌মিশনা‌রের প‌রিচয়পত্র পেশ অনুষ্ঠানে গভর্নর জেনারেলের অফিসিয়াল সেক্রেটারি গেরাল্ড মার্টিন পি এস এম এবং অস্ট্রেলিয়ান পররাষ্ট্র মন্ত্রীর প্রতিনিধি ক্যাটরিনা কুপার, ডেপুটি সেক্রেটারি, হাইকমিশনের কর্মকর্তা এবং অস্ট্রেলিয়া সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize